নারায়ণগঞ্জে ট্রাকচাপায় রিকশাচালক নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খাদ্যসামগ্রীবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মো. জামাল হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় খাদ্যসামগ্রীবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মো. জামাল হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

আজ রোববার বিকালে উপজেলার পাঁচরুখী এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নিহত জামাল হোসেন ময়মনসিংহের গৌরিপুরের বর্ধনপাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে খাদ্যসামগ্রী নিয়ে নরসিংদী যাচ্ছিল ট্রাকটি। পাঁচরুখী এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় জামাল হোসেন রাস্তার পাশ দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। খাদ্যসামগ্রীবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’, বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Inflation eases to 10.49% in August  

Inflation declined to 10.49 percent in August from 11.66 percent in July, according to data released today by the Bangladesh Bureau of Statistics

50m ago