সাভারে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সাভারে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে সাদেকুল ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকালে সাভারের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের সহকর্মী মো. শরিফুল ইসলাম জানান, আজ বিকাল ৫টার দিকে নির্মাণাধীন ছয় তলা ভবনে নির্মাণকাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে যান সাদেকুল। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
Comments