সিলেটে প্রথম ও চট্টগ্রামে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত
সিলেটে প্রথম এবং চট্টগ্রামে দ্বিতীয় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে সিলেটে ও চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বলেন, ‘গতকাল ওই ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআরে পাঠানো হয়। আজ সন্ধ্যায় আইইডিসিআর থেকে ফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তার বাড়ি, আশপাশের বাড়ি ও এলাকার কিছু অংশ লকডাউন করার প্রক্রিয়া চলছে।’
চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘আক্রান্ত ব্যক্তির অবস্থা গুরুতর নয়। তিনি বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ বিআইটিআইডিতে ২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে মাত্র একটি নমুনা পজিটিভ শনাক্ত হয়।’
সিলেটে আক্রান্ত ব্যক্তির বয়স ৪৫। তিনি একজন চিকিৎসক। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে নেওয়া হচ্ছে বলে জানান সিলেটের সিভিল সার্জন।
চট্টগ্রামে আক্রান্ত ব্যক্তির বয়স ২৫ বছর। তিনি চট্টগ্রামে করোনায় আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি। গত শুক্রবার তার বাবাও করোনায় পজিটিভ শনাক্ত হন বলে জানান ডা. হাসান শাহরিয়ার কবির।
Comments