করোনাভাইরাস

আক্রান্তের সংখ্যা বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে জাপান

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জাপানে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।
Japan corona
টোকিওর গিনজা শপিং এলাকা। এপ্রিল ২, ২০২০। ছবি: রয়টার্স

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জাপানে জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে।

সরকারি কর্মকর্তার বরাত দিয়ে জাপান টাইমস আজ সোমবার জানিয়েছে, রাজধানী টোকিও ও অন্যান্য প্রধান শহরে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি অবস্থা ঘোষণার কথা ভাবছেন প্রধানমন্ত্রী।

আগামীকাল মঙ্গলবার এই ঘোষণা আসতে পারে উল্লেখ করে তিনি সংবাদমাধ্যমকে জানান, জরুরি অবস্থার মূল লক্ষ্য হলো টোকিও ও ওসাকা শহরে করোনার বিস্তার নিয়ন্ত্রণ করা।

জাপানি সংবাদ মাধ্যম ইয়োমুরি জানিয়েছে, টোকিও শহরে করোনা আক্রান্তের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাওয়ায় উদ্বিগ্ন আবে প্রশাসন। তাই আজকে যেকোনো মুহূর্তেই জরুরি অবস্থা ঘোষণা করা হতে পারে।

দেশে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা প্রধানমন্ত্রী আবের হাতে ছিল না। এ জন্যে গত মার্চে আইন সংশোধন করা হয়। নতুন আইনে বলা হয়েছে, স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে করোনা মোকাবিলায় আবে জরুরি অবস্থায় ঘোষণা করতে পারবেন।

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

1h ago