তাবলিগ জামাতের ৯ মুসল্লি মসজিদেই কোয়ারেন্টিনে

Patuakhali_Mosque
পটুয়াখালী সদর উপজেলায় তাবলিগ জামাতের নয় জন মুসল্লিকে বল্লভপুর জামে মসজিদে কোয়ারেন্টিন করা হয়েছে। ছবি: স্টার

পটুয়াখালী সদর উপজেলায় তাবলিগ জামাতের নয় জন মুসল্লিকে বল্লভপুর জামে মসজিদে কোয়ারেন্টিন করা হয়েছে। সেই সঙ্গে স্থানীয়দের ওই মসজিদে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আজ সোমবার সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে বিভিন্ন এলাকা থেকে আসা তাবলিগ জামাতের মুসল্লিদের মসজিদে কোয়ারেন্টিন করা হয়েছে। আশেপাশের মুসল্লিদের অনুরোধ জানানো হয়েছে— তারা যেন ১৪ দিন ওই মসজিদে নামাজ আদায় না করেন। ৪৮ দিন আগে পটুয়াখালী মারকাজ জামে মসজিদ থেকে তারা যাত্রা শুরু করেছিলেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী বলেন, এ পর্যন্ত মোট ১৮ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোয়ারেন্টিন শেষে ২ হাজার ৬৬৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Bangladesh Bank signals market-based exchange rate regime

The central bank will allow the exchange rate of the dollar to be determined by market forces

22m ago