নেইমারকে মেসি-রোনালদোর মতো ‘পেশাদার’ হতে বললেন জিকো

সাবেক ব্রাজিলিয়ান তারকার চাওয়া, মেসি-রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে আরও ‘পেশাদার’ হয়ে উঠবেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার।
neymar
নেইমার। ছবি: এএফপি

সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর পেশাদারি মনোভাবের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন জিকো। তবে সাবেক এই ব্রাজিলিয়ান তারকা স্বদেশি নেইমারের মধ্যে পেশাদারিত্বের কিছুটা ঘাটতি দেখতে পেয়েছেন। তার চাওয়া, মেসি-রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে আরও ‘পেশাদার’ হয়ে উঠবেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার।

সম্প্রতি ইতালিয়ান গণমাধ্যম লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘সাদা পেলে’ খ্যাত কিংবদন্তি জিকো বলেছেন, ‘আমি আসলেই নেইমারকে পছন্দ করি, যেভাবে সে খেলে, তা অবিশ্বাস্য। কিন্তু তাকে আরও বেশি পেশাদার হতে হবে, মেসি ও রোনালদোর মতো, যারা কি-না ফুটবলের জন্যই বাঁচে।’

বর্তমান বিশ্বের সেরা ফুটবল তারকাদের মধ্যে নেইমার অন্যতম। বার্সেলোনা ফরোয়ার্ড মেসি ও জুভেন্টাস স্ট্রাইকার রোনালদোর পরই উচ্চারিত হয়ে থাকে তার নাম। কিন্তু ফুটবল মাঠে সামর্থ্যের পুরোটা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ফরোয়ার্ড নেইমার দিতে পেরেছেন কি-না, তা নিয়ে তর্ক-বিতর্ক ওঠে প্রায়শই। মেসি-রোনালদো মিলে যেখানে ১১টি ব্যালন ডি’অর জিতেছেন, সেখানে নেইমারের ঝুলি শূন্য। অথচ তার বয়স এখন ২৮।

এমন হতাশাজনক পরিসংখ্যানের পেছনে নিজের উত্তরসূরির দায়ই দেখছেন সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জিকো। তার মতে, মনোভাব না পাল্টালে শীর্ষে পৌঁছাতে পারবেন না নেইমার, ‘বহু কারণে তার চিন্তাভাবনা বিক্ষিপ্ত হয়ে যায়। কয়েক দিন আগে আমি তার সঙ্গে কথা বলেছি এবং তাকে আরও বেশি পেশাদারিত্ব দেখাতে পরামর্শ দিয়েছি।’

২০১৭ সালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর বারবার চোট হানা দিয়েছে নেইমারের ক্যারিয়ারে। এর মাঝেই অবশ্য দারুণ কিছু পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ফরাসি লিগ চ্যাম্পিয়নদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০ ম্যাচে করেছেন ৬৯ গোল। জিতেছেন ফ্রান্সের ঘরোয়া ফুটবলের সকল শিরোপা।

তবে পিএসজি যদি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চায়, তাহলে নেইমারকেই সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ৬৭ বছর বয়সী জিকো, ‘এখন তার বয়স ২৮ বছর এবং সে পিএসজির মতো একটা ভালো দলে খেলছে। তারা চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারে। তবে এটা নির্ভর করছে আসরজুড়ে তার দক্ষতা প্রদর্শনের উপর, কেবল এক ম্যাচের জন্য নয়। নেইমার এখন অনেক অভিজ্ঞ ও পরিপক্ব।’

Comments