অমিতাভ বচ্চন ১ লাখ মানুষকে এক মাসের রেশন দেবেন

Amitav Bhacchan-1.jpg
অমিতাভ বচ্চন। ছবি: টুইটার থেকে নেওয়া

করোনাভাইরাস সতর্কতায় ভারতে ২১ দিনের লকডাউন চলছে। এই সময়ে উপার্জনহীন থাকা এক লাখ মানুষকে আগামী এক মাসের রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

এনডিটিভি জানাচ্ছে, এই মহামারিকালে ভারতীয় চলচ্চিত্র জগতের ‘মাতৃ সংগঠন’ এআইএফইসি’র এক লাখ সদস্যের দিকে এভাবেই সহায়তার হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন বিগ বি।

অমিতাভ বচ্চনের এই সিদ্ধান্তের কথা টুইট করে জানিয়েছেন দেশটির ফিল্ম সমালোচক কোমল নাহতা।

তিনি লিখেছেন, ‘অমিতাভ বচ্চন “অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িস কনফেডারেশনের (এআইএফইসি)” এর লাখ সদস্যকে এক মাসের রেশন দেবেন। খবরটি সংস্থার কর্ণধার অশোক দুবেই জানিয়েছেন।’

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

1h ago