৩ চিকিৎসক, ২৬ নার্স করোনা আক্রান্ত, মুম্বাইয়ের হাসপাতাল বন্ধ
ভারতের মুম্বাইয়ের ওকহার্ড হাসপাতাল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। হাসপাতালের তিন চিকিৎসক ও ২৬ নার্স করোনা আক্রান্ত শনাক্তের পর আজ সোমবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালটি।
এনডিটিভি জানায়, হাসপাতালটিকে সংক্রামিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণ জানতে তদন্ত চলছে।
হাসপাতালে ভর্তি রোগীদের করোনা পরীক্ষা করা হচ্ছে। দুই বারের পরীক্ষায় যতক্ষণ না ফল নেতিবাচক আসছে, হাসপাতালে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Comments