বেনাপোল, বাংলাবান্ধা দিয়ে ফিরলেন আরও ৪৮ বাংলাদেশি

ভারতে লকডাউনের কারণে পশ্চিমবঙ্গে আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।
স্টার ফাইল ফটো

ভারতে লকডাউনের কারণে পশ্চিমবঙ্গে আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি বেনাপোল ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন।

আজ সোমবার তারা বিশেষ ব্যবস্থায় দেশে ফেরেন বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান।

বেনাপোল দিয়ে গত চার দিনে ১৮৫ বাংলাদেশি দেশে ফিরেছেন এবং ফেরার অপেক্ষায় আছেন আরও অনেকেই।

ইমিগ্রেশনে কর্তব্যরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ‘আজ দুপুরে ফেরত আসা ৪৪ জনকে স্বাস্থ্য পরীক্ষা করে বেনাপোলে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’

গত শনিবার সকালে ভারত থেকে আসা ৩৫ জনের মধ্যে পাঁচ জনের শরীরে উচ্চ তাপমাত্রা ছিল। তাদেরকে হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাবান্ধা দিয়ে দেশে ফেরা ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা দুই নারী সহ চার ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে সম্প্রতি ভারতে আটকা পড়া ওই চার বাংলাদেশী নাগরিক আজ সোমবার দুপুরে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

পরে বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ব্যক্তি মালিকানাধীন একটি আবাসিক হোটেলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করে জেলা প্রশাসন।

সেখানে তারা ১৪ দিন থাকবেন।

পুলিশ জানায়, সম্প্রতি বাংলাবান্ধা দিয়ে ভারতে যাওয়া ওই চার জন করোনা পরিস্থিতির কারণে ভারতের লকডাউনে আটকা পড়েন। পরে সরকারিভাবে ভারতে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হলে তারা সোমবার বাংলাদেশে ফিরে আসেন।

Comments