জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনার বাড়িতে হামলা, গ্রেপ্তার ২
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সাতক্ষীরার বাড়িতে হামলার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাবিনার বোন শিরিনা খাতুন সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সাবিনার পরিবারের। সাতক্ষীরা শহরের সবুজবাগে এই ফুটবলারের বাড়ির সামনে গিয়ে গতকাল রোববার বিকাল ৫টার দিকে কয়েকজন প্রতিবেশী তাদেরকে নিয়ে কটূক্তি করেন। সাবিনার বাবা মো. সৈয়দ আলী এ সময় প্রতিবাদ করেন। তখন লোহার রড ও লাঠিসোটা নিয়ে প্রতিবেশী জাফর গাজীর নেতৃত্বে তার স্ত্রী ও দুই ছেলে সাবিনার বাবার ওপর হামলা চালায়।
সাবিনা ও তার বড় বোন সালমা খাতুন বাবাকে রক্ষা করতে গেলে তাদের ওপরও হামলা হয়। এ সময় সালমাকে লোহার রড দিয়ে শরীরে ও মাথায় আঘাত করা হয়। তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সাবিনার বাবাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জাতীয় নারী ফুটবল দলের দলনেতা সাবিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চাননি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় সাবিনার আরেক বোন শিরিনা বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এরই মধ্যে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Comments