ভারত-বাংলাদেশ কেউ তাকে নেয় না, ৪ দিন ধরে নো ম্যানস ল্যান্ডে
খাগড়াছড়ির রামগড় এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গত চার দিন ধরে আটকা পড়ে আছেন এক নারী। এখন পর্যন্ত কোনো দেশই তার দায়িত্ব নেয়নি।
আজ সোমবার স্থানীয়দের বরাত দিয়ে খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম জানান,‘ ভারতের ত্রিপুরার সাব্রুম থেকে গত বৃহস্পতিবার সকালে ওই নারী এখানে আসেন।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার ব্যাটালিয়ান এবং সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। তবে এ বিষয়ে আমরা কোনো সমাধানে পৌঁছাতে পারিনি।’
তারিকুল হাকিম বলেন, ‘বিএসএফ জানিয়েছে, আটকে পড়া নারী ভারতের নাগরিক নন তাই তারা তাকে নেবে না।
তিনি বলেন, ‘ওই নারী যদি বাংলাদেশের নাগরিক হন, তাই তার আত্মীয়দের খুঁজে পাওয়ার আশায় আমরা এলাকায় তার ছবিসহ পোস্টার টাঙিয়েছি।’
রামগড়ের স্থানীয়দের কয়েকজন পরে ওই নারীকে খাবার দেন।
রামগড় উপজেলার নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা বলেন, ‘এটি যদিও সীমান্তের বিষয়, তারপরও আশা করব এর একটি সমাধানে পৌঁছাবে বিজিবি-বিএসএফ।’
Comments