বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মাজেদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ
বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি আব্দুল মাজেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার পরিচয় নিশ্চিত করার পরে বিস্তারিত জানানো হবে।’
এর বাইরে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্র জানিয়েছে, আজ ভোরে রাজধানীর পল্লবী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এরপর, মাজেদকে ঢাকা মুখ্য মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াতের আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Comments