বাড়ির সামনে বোমা, উদ্ধারে নিষ্ক্রিয়কারী দল
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুটি বাড়ির সামনে বোমা পেতে রেখেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকাল থেকে উপজেলার দিয়ার বাঘোইল এলাকার ওই দুটি বাড়ি ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শফিকুল ইসলাম প্রমাণিক ও আব্দুল গাফফার প্রামাণিকের বাড়ির সামনে বোমা পেতে রেখেছে। বাড়ি দুটি ঘিরে রাখা হয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসেছে, তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।’
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের বাড়ি থেকে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়েছে। শফিকুল ইসলাম প্রমাণিক ও আব্দুল গাফফার প্রামাণিক দুজনই সাধারণ ব্যবসায়ী। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।’
Comments