তথ্য গোপন করে খুমেকে ভর্তি, করোনার উপসর্গ নিয়ে মৃত্যু
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর। আজ মঙ্গলবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তার বাড়ি খুলনার রূপসা উপজেলার দেবীপুর গ্রামে। রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ‘তথ্য গোপন করে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এক সপ্তাহ আগে তিনি নাতির সঙ্গে ঢাকা থেকে বাড়িতে আসেন। সে সময় জ্বর, সর্দি ও শ্বাসজনিত সমস্যায় রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন।’
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘ওই নারী ও তার নাতির নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে। আজ থেকে পিসিআর ল্যাবে পরীক্ষা শুরু হবে।’
এ প্রসঙ্গে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যারা ওই নারীর সংস্পর্শে এসেছিলেন তাদের তালিকা তৈরির কাজ চলছে। শিগগির তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি টিম আজ ওই নারী ও তার নাতির নমুনা সংগ্রহ করেছে।’
ওই নারীর মৃত্যুর সনদে স্বাক্ষর করেছেন হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. অনল রায়। এক প্রশ্নের জবাবে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই নারীর দুটি কিডনিই বিকল হয়ে গিয়েছিল। কিছু দিন আগে তার স্ট্রোক হয়েছিল। প্রিভিয়াস রেকর্ড না থাকায় কিডনি জটিলতায় মৃত্যু উল্লেখ করে ছাড়পত্র দেওয়া হয়েছে।’
Comments