আজই বসছে চেকপোস্ট, টাঙ্গাইল লকডাউনের সিদ্ধান্ত
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে টাঙ্গাইল জেলা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউসে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, লে. কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন ও টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন।
মো. শহীদুল ইসলাম বলেন, করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। সব সীমান্ত এলাকায় চেক পোস্ট বসিয়ে টাঙ্গাইল জেলাকে লকডাউন করা হবে। টাঙ্গাইল জেলা ও শহরে ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান চলতে দেওয়া হবে না। তবে ওষুধ ও খাদ্য পণ্যবাহী যানবাহন চলবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচা বাজার স্থানান্তর করে ঈদগাহ ময়দানে নেওয়া হবে। বিশেষ কারণ ছাড়া কাউকে জেলায় প্রবেশ করতে কিংবা বাইরে যেতে দেওয়া হবে না। এ ছাড়া, অপ্রয়োজনে কেউ বাইরে বের হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments