বেনাপোল দিয়ে ভারত থেকে আজও ফিরেছেন ৪৮ জন, ৮ জনের শরীরে উচ্চ তাপমাত্রা

ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি আজ মঙ্গলবার যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।
ছবি: সংগৃহীত

ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আটকে পড়া আরও ৪৮ বাংলাদেশি আজ মঙ্গলবার যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে দেশে ফিরেছেন।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। ফিরে আসা বাংলাদেশিদের সবার স্বাস্থ্য পরীক্ষা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আর যে আটজনের শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেছে তাদের হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে।

বেনাপোল দিয়ে গত চার দিনে ২৩৩ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে, গত দুদিনে ৯৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাবিবুর রহমান জানান, ফিরে আসা সবাইকে সতর্কতার সঙ্গে পরীক্ষা করে পৌর কমিউনিটি সেন্টারে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

In 5 years, Bogura MP’s income shoots up 724 times

After being an MP for 5 years, his annual income has shot up to Tk 36 lakh, shows the affidavit he has submitted to the EC

40m ago