যশোরে ৪০০০ কেজি সরকারি চালসহ আটক ২
যশোরের শানতলা থেকে চার হাজার কেজি (৮০ বস্তা) সরকারি চালসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের রাকিবুল হাসান শাওন ও শহরতলীর ঝুমঝুমপুরের হাসিবুল হাসান।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শানতলা পেপসি কোম্পানির ভেতর থেকে চার হাজার কেজি সরকারি চালসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
উদ্ধারকৃত চাল সরকারি খাদ্য গুদামের বলে নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেওয়া সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।
Comments