করোনাভাইরাস: সঠিক খবর পেতে সংবাদপত্র পড়তে বললেন সৌরভ

উদ্বেগজনক পরিস্থিতিতে সঠিক খবর জানার জন্য নিয়মিত সংবাদপত্র পড়তে আহ্বান করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
sourav ganguly
সৌরভ গাঙ্গুলি। ছবি: এএফপি

প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক নিয়ে দিন পার করছে বিশ্ববাসী। এই আতঙ্কের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিতে একটি গুজবই যথেষ্ট। বাংলাদেশ-ভারতের মতো দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অনেক বিষয় নিয়েই গুজব ছড়াতে দেখা যায়। সেই ধারাবাহিকতায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস নিয়েও ছড়ানো হয়েছে অনেক অসত্য ও বিভ্রান্তিকর তথ্য।

এমন উদ্বেগজনক পরিস্থিতিতে সঠিক খবর জানার জন্য নিয়মিত সংবাদপত্র পড়তে আহ্বান করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সেই সঙ্গে দেশটির সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার (বিসিসিআই) প্রধান টেলিভিশন দেখতেও পরামর্শ দিয়েছেন।

সাবেক বাঁহাতি তারকা ব্যাটসম্যান সৌরভ ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার কাছে বলেছেন, ‘পৃথিবী একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এমন কিছু কেউ আগে কখনও দেখেনি, আর সম্ভবত আগামীতেও দেখবে না।’

ভিডিও বার্তায় বিসিসিআই সভাপতি যোগ করেছেন, ‘লকডাউনের এই সময়টাতে আমরা সবাই ঘরবন্দি অবস্থায় আছি। আর এই পরিস্থিতিতে সত্য ও বস্তুনিষ্ঠ খবরই কেবল আপনাদের কাছে পৌঁছানো উচিত। আর এটা নিশ্চিত হতে পারে কেবল সংবাদপত্র আর টেলিভিশনের মাধ্যমে পারে। আমি প্রতিদিন সংবাদপত্র পড়ছি ও টেলিভিশন দেখছি। সবশেষ খবরাখবর জানার জন্য। আপনাদেরও সেটা করা উচিত।’

করোনাভাইরাস ভারতেও মহামারি আকারে ছড়িয়ে পড়তে শুরু করায় সেখানে ঘোষণা করা হয়েছে লকডাউন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েকদিন আগে সবাইকে ঘরবন্দি থাকার নির্দেশ দিয়ে এই সিদ্ধান্ত দিয়েছেন। সম্প্রতি তিনি করোনাভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে ভারতীয় গণমাধ্যম যে ভূমিকা রাখছে, সে বিষয়টির ভূয়সী প্রশংসা করেছেন।

Comments

The Daily Star  | English

A paradigm shift is needed for a new Bangladesh

Paradigm shifts on a large scale involve the transformation of society.

4h ago