বুড়িমারীতে ভারতফেরত ৪ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতফেরত বাংলাদেশি পাসপোর্টধারী চার জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
গতকাল বাংলাদেশে প্রবেশের পরপরই তাদের বুড়িমারী স্থলবন্দর এলাকার একটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরে ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খন্দকার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারত থেকে ফিরে আসা ওই চার জনকে বুড়িমারী স্থলবন্দরের একটি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং নিয়মিত তাদের খোঁজ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অরূপ পাল বলেন, ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ওই ব্যক্তিদের স্বাস্থ্যগত বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক বুড়িমারী রুট দিয়ে বিদেশফেরত সকল পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।’
Comments