টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত, ৩৫ বাড়ি লকডাউন
টাঙ্গাইলের মির্জাপুরে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়েছে। তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে এবং আশেপাশের ৩৫ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
আজ বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ডা. মাকসুদা খানম বলেন, ‘গতকাল রাত ২টার দিকে আক্রান্ত ব্যক্তিকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।’
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গত রোববার ওই ব্যক্তি জ্বর, সর্দি, কাশি নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুর গ্রামের বাড়িতে আসেন। পরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগ তত্ব ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায়।
গত রাতে আইইডিসিআর তার করোনায় আক্রান্তের বিষয়টি উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে নিশ্চিত করে।
Comments