৩ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকাল ৬টা ১০ মিনিটে ৭৫ বয়সী স্ত্রী এবং এর তিন ঘণ্টা পরে সকাল ৯টার দিকে তার ৮৩ বছর বয়সী স্বামীর মৃত্যু হয়।
খবর পেয়ে সেখানে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম পাঠায় স্থানীয় প্রশাসন। তারা পরিবারের সদস্য, প্রতিবেশীদের সঙ্গে কথা বলেছেন।
মৃত দম্পতির ছেলে বলেন, ‘বাবা-মা দুজনেরই ডায়াবেটিস ও হার্টের সমস্যা ছিল। তাদের ভারতে চিকিৎসা শেষে চলতি বছরের জানুয়ারিতে দেশে আনা হয়। তখন থেকেই তারা অসুস্থ ছিলেন। তাদের শরীরে শ্বাসকষ্ট বা জ্বর ছিল না।’
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুফতি কামাল হোসেন বলেন, ‘ঘটনা জানতে পেরে আমাদের মেডিকেল টিম ওই বাড়িতে যায়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত্যুর কারণ সম্পর্কে অবহিত হন। তারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন এবং বার্ধক্যজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘করোনা প্রাদুর্ভাবের কারণে ওই পরিবারের সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। পরিবারটিকে সবসময় পর্যবেক্ষণে রাখা হবে।’
Comments