নতুন আইজিপি বেনজীর আহমেদ
পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেয়েছেন বেনজীর আহমেদ। গত কয়েক বছর ধরে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশের শীর্ষ পদে তিনি বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হবেন।
আজ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘জনস্বার্থে জারিকৃত এই আদেশ আগামী ১৫ এপ্রিল ২০২০ থেকে কার্যকর হবে।’
গোপালগঞ্জ জেলায় জন্ম নেওয়া বেনজীর ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি উপপুলিশ কমিশনার উত্তর – ঢাকা মহানগর পুলিশ, সহকারী পুলিশ মহাপরিদর্শক পুলিশ সদর দপ্তর, উপমহাপরিদর্শক (অর্থ) এবং উপমহাপরিদর্শক (অ্যাডমিন ও অপারেশন), পুলিশ কমিশনার–ঢাকা মহানগর পুলিশ এর দায়িত্ব পালন করেছেন।
তিনি সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিক প্রধান প্রশিক্ষক এবং টাঙ্গাইলের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিদেশে জাতিসংঘের একাধিক শান্তিরক্ষি মিশনেও অংশ নিয়েছেন তিনি।
২০১৫ সালের জানুয়ারি থেকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সিআইডি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই আদেশও আগামী ১৫ এপ্রিল ২০২০ থেকে কার্যকর হবে।
Comments