এক মাসে আক্রান্তের সংখ্যা ২১৮, মৃত্যু ২০
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়।
প্রথম আক্রান্ত রোগী শনাক্তের দিক থেকে আজ বুধবার এক মাস পূর্ণ হলো। এই এক মাসে দেশে করোনাভাইরাসে আক্রান্ত ২১৮ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত ২০ জন মারা গেছেন।
সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৩ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ব্রিফিং থেকে এ তথ্য জানা যায়।
আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২১৮ জনের মধ্যে ১৪৮ জন পুরুষ ও ৭০ জন নারী। এ ছাড়া, মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও তিন জন নারী।
তিনি আরও জানিয়েছেন, এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২১৮ জনের মধ্যে ঢাকার শহরের ১২৩ জন, ঢাকার অদূরে যেসব উপজেলা সেখানে পাঁচ জন, নারায়ণগঞ্জের ৪৬ জন, মানিকগঞ্জের তিন জন, চট্টগ্রামের তিন জন, মাদারীপুরের ১১ জন, গাইবান্ধার পাঁচ জন এবং বাকিরা দেশের অন্যান্য জেলার।
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের দৈনন্দিন বুলেটিন থেকে জানা যায়, দেশে এখন পর্যন্ত ৫ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
Comments