সুবর্ণচরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
নোয়াখালীর সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের কৃষক আবুল কালামকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
ইব্রাহিম খলিল বলেন, ‘সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয়রা জানায়, নিহত আবুল কালাম ধানের খড় নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ওই প্রতিবেশীর পরিবারের সদস্যরা তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়। পরিবারের লোকজন আবুল কালামকে উদ্ধার করে ঘরে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
Comments