করোনাভাইরাস: অসি পেসারের চুক্তি বাতিল
করোনাভাইরাসের অর্থনৈতিক থাবা এতদিন ক্রিকেটে সেভাবে আসেনি। এবার তা আসতে শুরু করেছে। প্রথম কোন ক্রিকেটার হিসেবে এই মহামারির কারণে চুক্তি বাতিলের পরিস্থিতিতে পড়েছেন অস্ট্রেলিয়ান পেসার মাইকেল নিসার। অবশ্য নিজ দেশ নয়, তার চুক্তি বাতিল করেছে কাউন্টি দল সারে।
এবার ইংলিশ মৌসুমে সারের সঙ্গে প্রথমবারের মতো চুক্তিভুক্ত হয়েছিলেন তিনি। জীবনে প্রথমবার কাউন্টি খেলা নিয়ে ছিল রোমাঞ্চ। কিন্তু সব আয়োজন গুড়েবালি করে দিল কোভিড-১৯। লকডাউন অবস্থায় সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় ক্রিকেট মৌসুম নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্থিক সংকট কাটাতে তাই নিসারের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় সারে।
অস্ট্রেলিয়ার হয়ে দুই ওয়ানডে খেলা নিসারের এখনো টেস্ট অভিষেক হয়নি। ৩০ বছর বয়েসী এই স্যুয়িং বোলারের প্রথম শ্রেণীতে আছে ১৮১ উইকেট।
গত অক্টোবরে তার সঙ্গে চুক্তি করেছিল সারে। কিন্তু করোনাভাইরাসের কারণে ২৮ মে পর্যন্ত ইংল্যান্ডে পেশাদার ক্রিকেট বন্ধ থাকায় কাউন্টি ক্লাবটি পড়ে বিপাকে। দুই পক্ষের সম্মতিতে আসে এমন সিদ্ধান্ত। সারে ক্রিকেট ক্লাবের পরিচালক ও সাবেক ইংলিশ কাপ্তান অ্যালেক স্টুয়ার্ট পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত মেনে নেওয়ায় নিসারকে ধন্যবাদ জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, আরও কয়েকজন বিদেশী ক্রিকেটারের সঙ্গে কাউন্টি ক্লাবগুলোর এমন চুক্তি বাতিলের খবর আসতে পারে।
Comments