গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা রোগীর রক্তের নমুনা দিল সরকার, ল্যাব পরিদর্শন করল ওষুধ প্রশাসন অধিদপ্তর

দেশেই করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য দ্রুত শনাক্তকরণ কিট ‘র‌্যাপিড ডট ব্লট’ তৈরি করছে গণস্বাস্থ্য কেন্দ্র।
zafrullah chowdhury
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরউল্লাহ চৌধুরী। ছবি: ফাইল ফটো

দেশেই করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য দ্রুত শনাক্তকরণ কিট ‘র‌্যাপিড ডট ব্লট’ তৈরি করছে গণস্বাস্থ্য কেন্দ্র।

আজ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, সরকারের ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাত জন কর্মকর্তা গতকাল পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাব। চাওয়া মতো সরকারের কাছ থেকে পাওয়া গেছে পাঁচ জন করোনা আক্রান্তের রক্তের নমুনা।

তিনি বলেন, ‘গতকাল দুপুর একটায় এসেছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা। প্রায় চার ঘণ্টা ছিলেন তারা। সবকিছু বিস্তারিতভাবে দেখেছেন।’

‘এমন সময় সরকারও করোনা আক্রান্ত পাঁচ জনের রক্তের নমুনা প্রদানের ব্যবস্থা করেছে। গতরাত আটটার দিকে সেগুলো হাতে পেয়েছি। এগুলো নিয়ে এখন আমরা গবেষণা করছি। আগামী ১১ এপ্রিল সকাল ১১টায় সরকারকে কিছু কিট সরবরাহ করব’, যোগ করেন তিনি।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘এখন আমাদের প্রথম কাজ কিট তৈরি করা। সরকার সেগুলো পাওয়ার পর ১৫ এপ্রিলের মধ্যে যাতে পূর্ণাঙ্গ অনুমোদন দিতে পারে। আমরা কিটের স্যাম্পল সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (উব্লিউএইচও) ও অন্যান্য সংস্থাগুলোকে দেব। যারা পরীক্ষা করতে চাইবে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে।’

আরও পড়ুন:

গণস্বাস্থ্য কেন্দ্র করোনা পরীক্ষার কিট সরবরাহ করবে ১১ এপ্রিল

ড. বিজনের উদ্ভাবিত পদ্ধতিতে ৩৫০ টাকায় ১৫ মিনিটে করোনা শনাক্ত সম্ভব

কিট উৎপাদনের কাঁচামাল আমদানির অনুমোদন পেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র

সরকারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি: জাফরুল্লাহ চৌধুরী

Comments

The Daily Star  | English
Dummy candidates

Placing dummies as alternatives disenfranchises voters

We are witnessing an engineered intra-party contest as most of the independents belong to the ruling party.

6h ago