মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন
ঢাকার মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় এক কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর ওই শাখাটি লকডাউন করা হয়েছে। ব্যাংকটির সদর দপ্তরের নিচ তলায় প্রিন্সিপাল শাখার অবস্থান।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখত দ্য ডেইলি স্টারকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই শাখার একজন কর্মকর্তা গতকাল জ্বরের কথা জানানোর পর তাকে বাড়িতে থেকে কোভিড-১৯ পরীক্ষার পরামর্শ দেওয়া হয়। পরীক্ষায় তিনি করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। সে কারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পরামর্শ করে প্রিন্সিপাল শাখা লকডাউন করা হয়েছে।
তবে ওই কর্মকর্তা ব্যাংকের গ্রাহক বা সহকর্মীর মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে ধারণা করছেন চেয়ারম্যান জাহিদ বখত। তিনি জানান, কিছুদিন আগে ওই কর্মকর্তা তার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে সেখান থেকে তিনি আক্রান্ত হয়েছেন।
ব্যাংকের কারও প্রথমবারের মতো করোনা শনাক্ত হওয়ার পর বাড়তি সতর্কতার সঙ্গে লেনদেন করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Comments