শীর্ষ খবর

লালমনিরহাটে প্রবেশে বিধিনিষেধ

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।
লালমনিরহাট শহরের প্রধান পয়েন্ট মিশন মোড়। ছবি: স্টার

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তরের সীমান্তবর্তী লালমনিরহাটে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন।

জেলায় কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসক মো. আবু জাফর এ ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আজ ৮ এপ্রিল থেকে এই বিধিনিষেধ বলবৎ থাকবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর এক গণবিজ্ঞপ্তিতে জানান– ‘অন্য জেলা থেকে লোকজনকে ঢুকতে দেয়ায় কঠোরতা অবলম্বন করতে হবে। যে যেখানে আছেন সেখানে অবস্থান করবেন। কোথাও সমবেত হতে পারবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কেউ অন্য জেলা থেকে এসে তথ্য গোপন করে ঘোরাফেরা

করলে তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

অতি জরুরি প্রয়োজনে কাউকে জেলা থেকে বেরোতে ও জেলায় প্রবেশ করতে জেলা প্রশাসনের কন্ট্রোলরুমকে অবহিত করতে হবে তাহলে বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

 

Comments

The Daily Star  | English

Who are giving us earthquake data?

BMD ill-equipped, still relies on manual system with no seismologist or geologist involved

8h ago