রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন খুনী মাজেদ
বঙ্গবন্ধুর খুনী আব্দুল মাজেদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম ক্ষমা প্রার্থনার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
জেলার মাহবুবুল বলেন, মাজেদ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। আগামীকাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি পাঠিয়ে দেওয়া হবে।
দুই দশকের বেশি সময় ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে মঙ্গলবার ভোরে গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আবদুল মাজেদ।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মাজেদকে আদালতে নিয়ে গেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ এম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মাজেদকে গ্রেপ্তারের বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিট থেকে আদালতকে জানানো হয়, মঙ্গলবার রাতে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে থেকে রিকশায় করে সন্দেহজনকভাবে যাচ্ছিলেন এক ব্যক্তি (মাজেদ)। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, তার নাম মাজেদ। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি।
Comments