নারায়ণগঞ্জ ৩ শ শয্যার হাসপাতালে চিকিৎসা হবে করোনা আক্রান্তদের
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩ শ শয্যা বিশিষ্ট হাসপাতালকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র করার ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন মুহাম্মদ ইমতিয়াজ।
হাসপাতাল সূত্র জানায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ রোগের চিকিৎসা দেওয়া হবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে। করোনা চিকিৎসার উপযোগী করে তুলতে ইতোমধ্যে হাসপাতালে নতুন রোগী ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে পরিষ্কার করা হয়।
৩ শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হবে না। সাধারণ রোগে আক্রান্ত কেউ এলে তাদের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হবে।’
Comments