করোনাভাইরাস

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৫ লাখ

করোনার সংক্রমণ থেকে নিজেদের রক্ষায় নিরাপদ দূরত্ব বজার রেখে কথা বলছেন যুক্তরাষ্ট্রের দুই তরুণী। ছবি: রয়টার্স

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন ৮৮ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৪ হাজার ৮১১ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৮৭৬ জন।

সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার এবং মারা গেছেন ১ হাজার ৯২২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ১৩২ এবং মারা গেছেন ১৪ হাজার ৮১৭ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ২৩ হাজার ৯০৬ জন।

যুক্তরাষ্ট্রের পর বেশি আক্রান্ত স্পেনে। সেখানে মোট আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ২২০ জন, মারা গেছেন ১৪ হাজার ৭৯২ জন এবং সুস্থ হয়েছেন ৪৮ হাজার ২১ জন।

সবচেয়ে বেশি মারা গেছেন ইউরোপের দেশ ইতালিতে। সেখানে এখন পর্যন্ত মারা গেছেন ১৭ হাজার ৬৬৯ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং সুস্থ হয়েছেন ২৬ হাজার ৪৯১ জন।

এ ছাড়া, জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ২৯৬ জন, মারা গেছেন ২ হাজার ৩৪৯ জন এবং সুস্থ হয়েছেন ৪৬ হাজার ৩০০ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮০ জন, মারা গেছেন ১০ হাজার ৮৬৯ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৬১ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৪৭৪ জন, মারা গেছেন ৭ হাজার ৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৩৪৫ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৭ জন, মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন এবং সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৬৩৯ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ২১৮ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ২০ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৩৩ জন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago