মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।
আব্দুল মাজেদ। ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি।

আজ বৃহস্পতিবার বঙ্গভবন সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রায় দুই দশক ধরে ভারতে পালিয়ে থাকার পর দেশে ফিরে গত ৭ মার্চ ভোরে গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মাজেদ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট মাজেদকে আদালতে নিয়ে গেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ এম জুলফিকার হায়াত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাজেদকে গ্রেপ্তারের বিষয়ে কাউন্টার টেররিজম ইউনিট থেকে আদালতকে জানানো হয়, মঙ্গলবার ভোরে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডের সামনে থেকে রিকশায় করে সন্দেহজনকভাবে যাচ্ছিলেন এক ব্যক্তি (মাজেদ)। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, তার নাম মাজেদ। তিনি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি।

গতকাল তার মৃত্যুর পরোয়ানা জারি করা হয়। পরে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন।

আরও পড়ুন:

রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন খুনী মাজেদ

বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মাজেদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

‘কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন মাজেদ’

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

Comments

The Daily Star  | English
Normalcy returning to garment sector

Govt to update US on labour rights

Bangladesh will write to the US government about the improvement in working conditions and the steps it has taken to enhance labour rights, said a top government official today.

20m ago