করোনাভাইরাস

যুক্তরাষ্ট্রে এক দিনে প্রায় ২ হাজার মৃত্যু, নতুন আক্রান্ত ৩৩ হাজার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক দিনে প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ।
করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় মাস্ক পরে হাঁটছেন ক্যালিফোর্নিয়ার এক নারী। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক দিনে প্রায় দুই হাজার মানুষ মারা গেছেন। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ৩৩ হাজারেরও বেশি মানুষ।

আজ বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, গতকাল যুক্তরাষ্ট্রে ৩৩ হাজার ৩২৩ জন নতুন আক্রান্তের খবর পাওয়া গেছে। একইসঙ্গে এক দিনে মারা গেছেন ১ হাজার ৯২২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ১৩২ জন এবং মারা গেছেন ১৪ হাজার ৮১৭ জন। এ ছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩ হাজার ৯০৬ জন। 

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের প্রত্যেকটিকেই করোনাভাইরাসের সংক্রমণ রয়েছে।

উল্লেখ্য, জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মারা গেছেন ৮৮ হাজার ৫৩৮ জন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৪ হাজার ৮১১ জন এবং সুস্থ হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৮৭৬ জন।

আরও পড়ুন:

বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ১৫ লাখ

Comments

The Daily Star  | English

‘Humanity must prevail’

Says UN as Israeli offensive in Gaza enters 12th month; Israeli attacks kill 61 in Gaza in 48 hours

41m ago