করোনার উপসর্গ নিয়ে আখাউড়ায় নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ

Akhaura Medical team
নমুনা সংগ্রহের জন্য মৃতের বাড়িতে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। ৯ এপ্রিল ২০২০। ছবি: স্টার

করোনার উপসর্গ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ৪০ বছর বয়সী দুই সন্তানের জননী এক নারী মারা গেছেন।

আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে শ্বশুর বাড়ি ধরখার ইউনিয়নের রাণীখার গ্রামে তিনি মারা যান।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ধরখার ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক মিয়া জানান, ওই গৃহবধূ ৮/১০ দিন আগে নারায়ণগঞ্জ থেকে ফিরেছেন। তার স্বামী  নারায়ণগঞ্জে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন এবং একটি দোকান চালাতেন। তিনি কয়েকদিন যাবত জ্বর, সর্দি, কাশিতে ভুগলেও গোপন রেখেছিলেন।

আজ সকালে ওই নারীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই নারী নারায়ণগঞ্জ থেকে আসার বিষয় কিংবা অসুস্থ হওয়ার বিষয় কেউ আগে থেকে জানায়নি। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ নমুনা সংগ্রহের জন্য তার বাড়িতে গেছেন।’

Comments

The Daily Star  | English
Starlink logo

BTRC approves licence for Starlink

This is the swiftest recommendation from the BTRC for any such licence, according to a BTRC official.

9h ago