মিয়ানমার নৌবাহিনীর গুলিতে ৬ বাংলাদেশি আহত
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে ছয় বাংলাদেশি জেলে আহত হয়েছেন। তাদের মধ্যে দুই জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার (বিএন) এম সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘গুলিবিদ্ধ ছয় জেলেকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ জেলেরা মাছ ধরার সময় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েছিল। মিয়ানমারের নৌবাহিনী তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। জেলেদের বারবার আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করতে নিষেধ করা হলেও তারা এটি মানছে না।’
কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার রাতে বাংলাদেশের পতাকাবাহী এফবি সানিয়া ও এফবি জিনিয়া নামে দুটি ট্রলারে জেলেরা মাছ ধরতে যায়। জেলেরা সেন্টমার্টিনের অদূরে সাগরের পূর্ব-দক্ষিণ দিকে মিয়ানমার জলসীমানায় ঢুকে পড়ে। মিয়ানমারের নৌবাহিনী ট্রলার দুটিকে থামানোর সংকেত দিলে তারা পালিয়ে আসার চেষ্টা করে। সে সময় মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা গুলি চালায়। এতে এফবি সানিয়ার ছয় জেলে গুলিবিদ্ধ হয়।
মো. শরীফ, আলী হোসেন, আবদুল মজিদ ও শেখ আহমদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রহিম খান ও মো. জীবনের শারীরিক অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রামে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments