শাবিপ্রবিতে অনলাইনে ক্লাস শুরু
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে অ্যাকাডেমিক সেশন জট এড়াতে অনলাইনে ক্লাস শুরু করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকরা।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিস বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে বলে জানান রেজিস্ট্রার।
অনলাইন কার্যক্রম নিয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, ‘ইউজিসির নির্দেশনা মেনে বাংলাদেশ রিসার্চ এন্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) মাধ্যমে রেজিস্ট্রেশন করে অনলাইন মিটিং অ্যাপ ‘জুম’ এর মাধ্যমে অনলাইনে ক্লাসরুম পরিচালনা করা হচ্ছে। শিক্ষা সহায়ক নোট ও কন্টেন্ট শেয়ারে গুগল ক্লাসরুম ও অন্যান্য অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন শিক্ষকরা।’
শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘চলতি মাসের শুরু থেকেই অনেক শিক্ষক অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছেন এবং বাকি শিক্ষকরাও দ্রুত শুরু করবেন। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক। যারা ক্লাস করতে পারছে না, তারা রেকর্ডেড ভিডিও অনলাইন থেকে সংগ্রহ করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘অনেকদিনের চেষ্টার মাধ্যমে আমরা সেশন জট থেকে প্রায় মুক্ত হয়েছি। চলমান পরিস্থিতিতে আবারও সেশন জট দেখা দিতে পারে। তাই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে কিছুটা হলেও ক্ষতি কমাতে চাই।’
Comments