নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরে জ্বর-সর্দি-শ্বাসকষ্টে মৃত্যু

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। আজ শুক্রবার ভোররাতে বিশেষ ব্যবস্থাপনায় তার দাফন সম্পন্ন হয়। গতকাল রাত ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে একটি মাছের আড়তে চাকরি করতেন। গত ২৪ মার্চ তিনি বাড়িতে আসেন। কয়েক দিন আগে অসুস্থ বোধ করলে তিনি স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাও নেন।

ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপন বলেন, ‘দুই দিন আগে আমরা ওই ব্যক্তির অসুস্থতার কথা জানতে পারি। বৃহস্পতিবার বিকালে ফেনী স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। সন্ধ্যায় তাকে ঢাকায় হাসপাতালে পাঠানোর কথা ছিল। তার বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হলে পরিবারের সদস্যরা ফিরিয়ে দেন। রাত ৮টায় তার মৃত্যু হয়।’

তিনি বলেন, ‘ওই ব্যক্তির মৃত্যুর পরে সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরীন সুলতানা তার বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করে দিয়েছেন। যে চিকিৎসক তাকে চিকিৎসা দিয়েছিলেন তাকেও হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।’

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ এসএম মাসুদ রানা বলেন, ‘ওই রোগীর করোনা উপসর্গ দেখা দেওয়ার পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা নানাভাবে কাউন্সিলিং করেছে। তাকে ঢাকায় পাঠানোর জন্য স্বাস্থ্য বিভাগ থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল হাতে না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না তিনি আক্রান্ত ছিলেন কি না।’

  

নাসরীন সুলতানা বলেন, ‘যেহেতু তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, তাই রাত ৩টায় বিশেষ ব্যবস্থাপনায় গ্রামের সামাজিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। ইসলামী আন্দোলনের একটি টিম শরিয়ত অনুযায়ী মরদেহ দাফন করে।’

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago