করোনায় কমপক্ষে ১০০ ইতালিয়ান চিকিৎসকের মৃত্যু

ফেব্রুয়ারির পর থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে একশ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
ইতালির একটি হাসপাতালের সাম্প্রতিক দৃশ্য। ছবি: রয়টার্স

ফেব্রুয়ারির পর থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমপক্ষে একশ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

ইতালির স্বাস্থ্য সংস্থা ন্যাশনাল ফেডারেশন ফর ডক্টর গিল্ডস (এফএমওএমসিইও) গতকাল বৃহস্পতিবার এ তথ্য উল্লেখ করেছে।

এফএনএমসিইও এর এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘কোভিড-১৯ এ মারা যাওয়া চিকিৎসকের সংখ্যা একশ। সম্ভবত এই মুহূর্তে  ১০১ জন হতে পারে।’

এ তালিকায় অবসরপ্রাপ্ত চিকিত্সকও আছেন, যাদেরকে একমাস আগে করোনার চিকিৎসার জন্য আহ্বান জানিয়েছিল সরকার।

ইতালির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে করোনায় আক্রান্ত হয়ে ৩০ নার্স ও তাদের সহকারীও মারা গেছেন।

এফএনওএমসিইও এর সভাপতি সংস্থাটির ওয়েবসাইটে বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কোনো সুরক্ষা ছাড়াই পাঠাচ্ছি। এটি কোনো নিরপেক্ষ লড়াই নয়।’

রোমের আইএসএস পাবলিক হেলথ ইনস্টিটিউটের অনুমান, ইতালির করোনভাইরাসে আক্রান্তদের ১০ শতাংশ স্বাস্থ্য খাতের কর্মী।

 

 

Comments