করোনা ভ্যাকসিন আবিষ্কারে দক্ষিণ কোরিয়া-বিল গেটস পরস্পর সহযোগিতার অঙ্গীকার

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। শুক্রবার, করোনার ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসা প্রযুক্তির বিকাশে সহযোগিতার ব্যাপারে একমত হয়েছেন বিল গেটস ও প্রেসিডেন্ট মুন জে ইন।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি প্রতিরোধে দক্ষিণ কোরিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। শুক্রবার, করোনার ভ্যাকসিন আবিষ্কার ও চিকিৎসা প্রযুক্তির বিকাশে সহযোগিতার ব্যাপারে একমত হয়েছেন বিল গেটস ও প্রেসিডেন্ট মুন জে ইন। 

দ্য কোরিয়া টাইমস জানায়, বিল গেটসের অনুরোধে ২৫ মিনিটের ওই কথোপকথনে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। 

ওইসময় করোনা মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার সাফল্যকে একটি বৈশ্বিক মডেল হিসেবে উল্লেখ করেন মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা গেটস। উন্নয়নশীল দেশে করোনা পরীক্ষার টেস্টিং কিটসহ অন্যান্য সহযোগিতার জন্য দক্ষিণ কোরিয়ার প্রশংসা করেন তিনি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন বলেন, ‘প্রয়োজনীয় ভ্যাকসিন আবিষ্কার ও বিতরণে সাহায্য করে ভবিষ্যতেও আমরা আক্রান্ত দেশগুলোতে সহযোগিতা করার আশা রাখি।’

বিশ্বব্যাপী সংকট মোকাবিলায় ভ্যাকসিন আবিষ্কারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। সিউলভিত্তিক আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটকে (আইভিআই) অর্থ সহায়তা দিয়েছে আন্তর্জাতিক ভ্যাকসিন গবেষণা ও উন্নয়ন সংস্থা বিল গেটস ফাউন্ডেশন। 

এর আগে, ২০১৮ সালে উন্নয়নশীল দেশগুলোর জনস্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সাহায্যের জন্য ‘রাইট ফান্ড’ নামের একটি বেসরকারি সংস্থা প্রতিষ্ঠা করে দক্ষিণ কোরিয়া। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও পাঁচটি কোরিয়ান বায়োফার্মাসিটিক্যাল ফার্ম একত্রিত হয়ে সংস্থাটি প্রতিষ্ঠা করে।

Comments

The Daily Star  | English
30 parties to join Jan 7 polls

30 parties to join Jan 7 polls: EC

Candidates from 30 out 44 registered political parties have submitted nomination papers for the January 7 national election

1h ago