ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানা সিলগালা
ব্রাহ্মণবাড়িয়ায় কেমিক্যাল ও রঙ মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা এলাকায় এই নকল কারখানার সন্ধান পেয়ে আজ শুক্রবার দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ বড়ুয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানার মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
ইউএনও জানান, খ্যাতনামা ‘জনসন’ কোম্পানির নাম ব্যবহার করে কেমিক্যাল ও রঙ মিশিয়ে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছিল এই কারখানায়। বিএসটিআই’র কোনো ধরনের অনুমোদন তাদের নেই। এমনকি কোনো ল্যাব বা ল্যাব টেকনিশিয়ান ছাড়াই তারা নিজেরা ঘরে বসে এসব নকল হ্যান্ড স্যানিটাইজার বোতলজাত করছেন এবং তা বাজারজাতও করছেন।
অভিযান চলাকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য উপস্থিত ছিলেন।
Comments