কিশোরগঞ্জ লকডাউন
করোনাভাইরাস ঝুঁকি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এই বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামক ঝুঁকি মোকাবিলায় জেলার ভেতরে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া, জেলায় বাইরে থেকে জনসাধারণের প্রবেশ ও জেলা থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।
বাইরের জেলা থেকে আসা ব্যক্তিদের যানবাহন জব্দ করে থানায় নিয়ে আটকে রাখার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, বাইরের জেলা থেকে আসা ব্যক্তিদের বাড়িতে লাল নিশান লাগানো হবে এবং তাদের হোম কোয়ারেন্টিন বা আইসোলেশন নিশ্চিত করা হবে।
সন্ধ্যা ছয়টার পর কেউ ঘর থেকে বের হতে পারবেন না এবং এসব আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Comments