রাঙ্গামাটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের এক সদস্য হেমন্ত চাকমাকে (৩২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তার ঘরে ঢুকে গুলি করে পালিয়ে যায়।
হেমন্ত চাকমার বাড়ি বনযোগীছড়া ইউনিয়নের ধামাই পাড়া গ্রামে। তার বাবার নাম লোকবিধু চাকমা।
বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা বলেন, কে বা কারা গুলি করেছে তা এখনো জানা যায়নি।
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাই বলেন, নিহত ইউপি সদস্যর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে ৮টি গুলির চিহ্ন রয়েছে। পুলিশ জড়িতদের ধরার চেষ্টা করছে।
Comments