সিলেট লকডাউন

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় সিলেট জেলা অবরুদ্ধ বা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
কোভিড-১৯ প্রতিরোধে গঠিত জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা আজ (শনিবার) থেকেই কার্যকর হবে বলে বিকেলে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয়, আঞ্চলিক সড়ক, মহাসড়ক কিংবা নৌপথে অন্য কোন জেলা থেকে সিলেট জেলায় প্রবেশ কিংবা এ জেলায় থেকে অন্য কোথাও যাওয়া যাবে না। এছাড়াও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্দেশনা অনুযায়ী, লকডাউনে সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা এর মধ্যে পড়বে না।
আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর ও সিলেট স্বাস্থ্য বিভাগের তথ্যমতে কোভিড-১৯ এ এখন পর্যন্ত সিলেটে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন যিনি বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
Comments