বগুড়ায় ৫১০০ কেজি চাল জব্দ, একজন আটক
বগুড়ায় দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির চাল অবৈধভাবে মজুদ করায় একজনকে আটক করেছে পুলিশ।
আজ দুপুরে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫১০০ কেজি (১০২ বস্তা) চাল জব্দ করে পুলিশ। ওই বাড়ির মালিককে আটক করা হয়েছে।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভ এর নেতৃত্বে, পুলিশের একটি টিম এই অভিযান চালায়।
সহকারী পুলিশ সুপার দ্য ডেইলি স্টারকে বলেন, “১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এ ব্যাপারে বাড়ির মালিক মোস্তাফিজার রহমানকে জিজ্ঞাসা করলে সে জানায় তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছে। মোস্তাফিজারকে আটক ও চাল জব্দ করা হয়েছে। সাজু এবং ডিলারকে ধরতে অভিযান চলছে।’
জিজ্ঞাসা করলে তিনি জানান, ‘মজুতদারের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা তা এখনও জানা যায়নি। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
Comments