কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের ৬ চিকিৎসক বরখাস্ত
ঢাকায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের ছয় জন চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান দ্য ডেইলি স্টারকে বলেন, মন্ত্রণালয়ের মৌখিক সম্মতিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় ঢাকায় যে কয়েকটি হাসপাতাল শুরু থেকেই কাজ করছে উত্তরার এই হাসপাতালটি তার অন্যতম। গুরুতর উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসায় হাসপাতালটি ব্যবহার করা হচ্ছে।
একসঙ্গে ছয় চিকিৎসককে চাকরিচ্যুতির কারণ সম্পর্কে হাবিবুর রহমান বলেন, এদের কয়েকজন কোভিড-১৯ রোগীদের চিকিৎসা দিতে অস্বীকার করেছিলেন। অন্য কয়েকজন প্রায় একমাস ধরে কর্মক্ষেত্রে অনুপস্থিত।
তিনি আরও বলেন, সংকটের এই মুহূর্তে চিকিৎসকের কাছ থেকে মানবিক আচরণ আশা করে জনগণ। কিন্তু কয়েকজন পিপিই পাওয়ার পরও কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা দিতে অস্বীকার করছিলেন।
Comments