বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি আজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হচ্ছে আজ রাতে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা শনিবার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, রাত ১২টায় ফাঁসি কার্যকর হবে।
গতকাল পরিবারের কয়েকজন সদস্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।
গত ৭ এপ্রিল রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের পর মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত।
পরদিন ৮ এপ্রিল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মাজেদ।
২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আব্দুল মাজেদসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ১১ খুনীর মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০১০ সালের ২৭ জানুয়ারি তাদের মধ্যে পাঁচ জনের ফাঁসি কার্যকর হয়।
Comments