বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

বঙ্গবন্ধুর খুনি মাজেদ। ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এ নিয়ে বঙ্গবন্ধুর ষষ্ঠ খুনির ফাঁসি কার্যকর হলো।

আজ শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন জেলার মাহবুবুল ইসলাম।

ফাঁসি কার্যকরের আগে মাজেদকে তওবা পড়ান কারা মসজিদের ইমাম।

এর আগে, গত শুক্রবার মাজেদের পরিবারের কয়েকজন সদস্য কারাগারে মাজেদের সঙ্গে দেখা করেন।

গত ৮ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রাণভিক্ষার আবেদন করেন মাজেদ। গত বৃহস্পতিবার মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেন রাষ্ট্রপতি।

গত ৭ এপ্রিল রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তারের পর মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালত।

উল্লেখ্য, ২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আব্দুল মাজেদসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত ১১ খুনির মৃত্যুদণ্ড বহাল রাখেন। ২০১০ সালের ২৭ জানুয়ারি দিবাগত রাতে সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এখনো পালিয়ে আছেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার নির্মমভাবে হত্যা করা হয়। ১৯৯৬ সালের ১২ নভেম্বর দায়মুক্তি আইন বাতিল হলে ওই বছরের ২ অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী মহিতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।

আরও পড়ুন:

রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন খুনী মাজেদ

‘কলকাতায় ২৩ বছর পালিয়ে ছিলেন মাজেদ’

বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামি মাজেদ গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মাজেদের প্রাণভিক্ষার আবেদন নাকচ করেছেন রাষ্ট্রপতি

বঙ্গবন্ধুর খুনি মাজেদের সঙ্গে কারাগারে স্বজনদের সাক্ষাত

মাজেদের আটক ও একটি ন্যারেটিভ ফিকশন

বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

9h ago