লালমনিরহাটে ৫টি গ্রাম ও দুটি বাজার লকডাউন
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পাঁচটি গ্রাম ও দুটি বাজার লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আজ রবিবার সকাল থেকে পুলিশ লকডাউন গ্রাম ও বাজারে নজরদারি শুরু করেছে।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল গুড়িয়াদহ গ্রামে করোনায় আক্রান্ত এক ব্যক্তি শনাক্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন। লালমনিরহাটে এসে তিনি স্বাভাবিক চলাফেরা করেন। স্থানীয় বাজারেও যান। যে কারণে পাঁচটি গ্রামও দুটি বাজার লকডাউন করা হয়েছে। আমরা আট জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজে পাঠিয়েছি। রিপোর্ট হাতে পেলে কী অবস্থা বোঝা যাবে, প্রয়োজনে আরও নমুনা সংগ্রহ করা হবে।’
স্থানীয়রা জানান, গত ৮ এপ্রিল ওই ব্যক্তি ট্রাকে বাড়িতে আসেন। তার সঙ্গে আরও অন্তত ৩০ জন ওই ট্রাকে নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে এসেছেন।
Comments