ঝিনাইদহে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খানজাপুর গ্রামে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা শিরিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, চার দিন ধরে ওই ব্যক্তি জ্বর, কাশিতে ভুগছিলেন। তার গলা ব্যথাও ছিল। তার পরিবারের পক্ষ থেকে আগে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি। গতকাল রাত ৯টার দিকে হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার এক ঘণ্টার মধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়। আজ সকালে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে ১০ সদস্যের একটি টিম দাফন সম্পন্ন করবে।
মৃত ব্যক্তির জামাই বলেন, গতকাল রাতে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
Comments