কুমিল্লা শহরে ৩টি বাড়ি লকডাউন

কুমিল্লা শহরের উত্তর চরথা এলাকায় তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি তিনটি চিহ্নিত করে লকডাউন করা হয়।
Comilla_Map
ছবি: সংগৃহীত

কুমিল্লা শহরের উত্তর চরথা এলাকায় তিনটি বাড়ি লকডাউন করা হয়েছে। আজ রবিবার সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ি তিনটি চিহ্নিত করে লকডাউন করা হয়।

কুমিল্লার জেলা সিভিল সার্জন ডা. মো. নেয়াতুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে একটি পরিবার কুমিল্লার উত্তর চরথা এলাকায় এসেছে। একটি রেন্ট-এ-কার কোম্পানির মাইক্রোবাস চালক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক রোগীকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে দেন। শুক্রবার নারায়ণগঞ্জে ওই ব্যক্তির মৃত্যু হয়। শনিবার জানা যায়, তিনি করোনায় আক্রান্ত ছিলেন। যে কারণে ওই মাইক্রোবাস চালকের বাড়ি ও তার শ্বশুর বাড়ি লকডাউন করা হয়েছে। এই তিনটি পরিবারের প্রতিটি সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে।’

কুমিল্লা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হক বলেন, ‘পুলিশকে বলা হয়েছে, তাদের যেন কঠোরভাবে মনিটরিংয়ে আওতায় আনা হয়।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago